10th September 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP

Today in this article we will discuss 10th September 2025 current affairs in bengali. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.

10th September 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP

Daily Current Affairs In Bengali: 10th September, 2025

  1. ULLAS যোজনার মাধ্যমে হিমাচল প্রদেশ ভারতের চতুর্থ পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষিত হল। বর্তমানে এই রাজ্যটির সাক্ষরতার হার হল ৯৯.৩০%
  2. CP Radhakrishnan ১৫ তম ভারতীয় উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন। তিনি NDA জোটের পদপ্রার্থী হিসেবে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।
  3. CAFA Nations Cup ফুটবল প্রতিযোগিতায় ভারত ব্রোঞ্জ পদক লাভ করল। পেনাল্টি শুট আউট এ ওমান কে ৩-২ গোলে হারিয়ে এই পদক লাভ করল।
  4. উত্তর প্রদেশ রাজ্যের খুরজা তে বিশ্বের প্রথম সিরামিক বর্জ্য পদার্থ (চীনে মাটি) দিয়ে তৈরি পার্কের উদ্বোধন করা হলো। এই পার্কটির নাম হল Anokhi Duniya
  5. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ সেপ্টেম্বরে Swasth Nari Sashakt Parivar Abhiyaan এই উদ্যোগটির উদ্বোধন করবেন। এটি একটি জাতীয় স্বাস্থ্য অভিযান যার মাধ্যমে মহিলা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত উন্নতি ঘটানো হবে।
  6. ২৮ তম Asian Table Tennis Championship প্রতিযোগিতাটি আয়োজিত হবে উড়িষ্যার ভুবনেশ্বরে। কিন্তু এটি হবে প্রথম সংস্করণ যেখানে Team Events আয়োজিত হবে। ১১ অক্টোবর-১৫ অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতাটি সম্পন্ন হবে।
  7. International Conference On Space 2025 এই সভাটি আয়োজিত হলো কর্ণাটক এর বেঙ্গালুরু তে। ৮-৯ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এই সভাটি উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং।
  8. Radar Mission Mausam উদ্যোগটির মাধ্যমে Indian Meteorological Department (IMD) জম্মু কাশ্মীরে ৪টে নতুন রাডার লাগানোর ঘোষণা করল। এর ফলে জম্মু-কাশ্মীরে এই ধরনের রাডারের মোট সংখ্যা হবে ৭টি।
  9. সম্প্রতি কাজিরাঙা জাতীয় উদ্যান এ শকুন সংরক্ষণ এর উদ্যোগ নেওয়া হলো। এই উদ্যোগের মাধ্যমে এখানে ৩৫ টি শকুন পাখি ছাড়া হবে।
  10. Multilateral Joint Military Exercise ZAPAD 2025 সৈন্য মহড়াটি ১০-১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার Mulino Training Ground, Nizhniy তে। ২০ টির বেশি দেশ এই সৈন্য মহড়াটি তে অংশগ্রহণ করবে।

Read more:-

  1. 20th August 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP

Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation updates:

  1. Facebook
  2. Telegram
  3. WhatsApp

Hope you liked today’s article about 10th September 2025 Current Affairs In Bengali. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.

1 thought on “10th September 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP”

Leave a Comment