Today in this article we will discuss 1st june 2025 current affairs in bengali. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.
Daily Current Affairs In Bengali: 1st June, 2025
1) সম্প্রতি সুপ্রিম কোর্ট মহিলাদের কোন অধিকারকে মৌলিক অধিকার বলে স্বীকৃতি দিল?- উত্তর:- মাতৃত্বকালীন ছুটি।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২১ অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি মহিলাদের মৌলিক অধিকার বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করল।
- তামিলনাড়ু সরকার একজন সরকারি স্কুল শিক্ষিকা দ্বিতীয় বিবাহের পর জন্মানো প্রথম শিশুর জন্য মাতৃত্বকালীন ছুটির আবেদন করলে তামিলনাড়ু সরকার ও মাদ্রাজ হাইকোর্ট তা নাকচ করে।
- সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল হল।
2) ৪৬ তম ASEAN Summit 2025 এর আয়োজন কোথায় হল?- উত্তর:- মালয়েশিয়া।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ২৬শে মে-২৭ শে মে মালয়েশিয়ার কুয়ালালামপুর এ ৪৬তম আসিয়ান শিখর সম্মেলনের আয়োজন করা হলো।
- এই সম্মেলনের থিম হল Inclusivity And Sustainability
- ASEAN কথাটির সম্পূর্ণ নাম হলো Association Of Southeast Asian Nations
- এই সম্মেলনে ১১ টি দেশ অংশগ্রহণ করে। যথা- ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর-লেস্তে।
- এর স্থাপনা হয়েছিল ১৯৬৭ সালের ৮ ই আগস্ট। (ব্যাংকক ডিক্লারেশন এ)।
3) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজন নার্সকে জাতীয় ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কারে সম্মানিত করলেন?- উত্তর:- ১৫ জন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই পুরস্কার নার্সিং এ অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়।
- কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা ২০১৫ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল।

Bengali Current Affairs For RRB NTPC: 1st June, 2025
4) কোন মন্ত্রণালয় CAPF ও Assam rifles এর অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সম্মানসূচক পদোন্নতি চালু করেছে?- উত্তর:- স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এর উদ্দেশ্য হলো অবসরকালে সেনা কর্মীদের মনোবল, গর্ব ও আত্ম সম্মান বৃদ্ধি করা।
- নিবেদিত সেবার স্বীকৃতি ও মর্যাদা এই পদোন্নতির ঘোষণা করা হয়েছে ।
5) ভারতের বৃহত্তম গ্রামীণ স্যানিটেশন জরিপ ও স্বচ্ছ সার্ভেক্ষণ গ্রামীণ (SSG) ২০২৫ কোন মন্ত্রণালয় চালু করলো?- উত্তর:- জলশক্তি মন্ত্রণালয়।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এটি ভারতের সবচেয়ে বড় গ্রামীন স্যানিটেশন জরিপ যা জল মন্ত্রক এর অধীনস্থ পানীয় জল ও স্যানিটেশন বিভাগ (DDWS) কর্তৃক চালনা করা হয়।
- এই জরিপ ৩৪ টি রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চল, ৭৬১ জেলা ও ২১০০০ গ্রামে করা হবে যার মাধ্যমে ভারত মিশন গ্রামীণ-II পর্যায়ে ODF (উন্মুক্ত মলত্যাগ মুক্ত গ্রাম) মডেলের মূল্যায়ন করা হবে।
6) সম্প্রতি পাঞ্জাবে যে মকড্রিল হল তার নাম কি?- উত্তর:- অপারেশন শিল্ড।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই মক ড্রিল গৃহ মন্ত্রণালয়ের (MHA) নির্দেশে সংঘটিত হলো।
- উদ্দেশ্য হল শত্রু দেশের আক্রমণের সময় সাধারণ জনগণকে রক্ষা করা।
- এই মক ড্রিল সিভিল ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে সাহায্য করবে।
Bengali Current Affairs For WBP: June, 2025
7) IPL এ ৩০০ টি ছক্কা হাঁকানো প্রথম ভারতে ব্যাটসম্যান এর নাম কি?- উত্তর:- ক্রিকেটার রোহিত শর্মা।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- IPL এ ছক্কা হাঁকানো ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে ক্রিস গেইল (১৪২টি ম্যাচে ৩৫৭টি)।
- রোহিত শর্মা দ্বিতীয় স্থানে রয়েছেন
- বিরাট কোহলি রয়েছেন তৃতীয় স্থান (২৯১ টি)
- অন্যান্য ক্রিকেটারদের মধ্যে এম.এস ধোনি (২৬৪টি) ও এ.বি ডিভিলিয়ার্স (২৫১টি) উল্লেখযোগ্য।
8) ২০২৫ সালে কতগুলি অনুভব পুরস্কার প্রদান করা হবে?- উত্তর:- ৫ টি।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ১৮ ই আগস্ট কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী ড. জিতেন্দ্র সিংহ জাতীয় অনুভব পুরস্কার যোজনা ২০২৫ এর অধীনে এই পুরস্কার গুলো প্রদান করবেন।
- ৫ টি অনুভব পুরস্কার ও ১০ টি জুরি সার্টিফিকেট প্রদান করা হবে যা ১৪৫৯ টি লেখার মধ্য থেকে নির্বাচিত হবে যা ৪২ টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা দ্বারা প্রকাশ করা হয়েছে।
- অনুভব প্ল্যাটফর্ম টি চালু হয় ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে, পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের মাধ্যমে।
- এই প্ল্যাটফর্ম টির লক্ষ্য হল সরকারি কর্মচারীদের মূল্যবান অভিজ্ঞতা সংগ্রহ ও তুলে ধরা।
- প্রথমবারের মতো CPSE (কেন্দ্রীয় জনসাধারণের খাতের উদ্যোগ) ও PSB (জনসাধারণের খাতের ব্যাংক) এতে অংশগ্রহণ করেছে ও চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে।
9) কোন মহিলা টেনিস তারকা প্রিন্সেস অফ আস্তোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৫ পুরস্কার লাভ করলেন?-উত্তর:- সেরেনা উইলিয়ামস।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এটি স্পেনের একটি বার্ষিক পুরস্কার যা ক্রীড়া, শিল্প, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়।
- স্পেনের অভিয়েদো তে রাজকুমারী লিওনর এর সভাপতিত্বে একটি অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
- এর পুরস্কার মূল্য হল ৫০০০০ ইউরো।
- সেরেনা উইলিয়াম হলো একজন আমেরিকান টেনিস খেলোয়াড়। তিনি ৭৩ টি ক্যারিয়ার সিঙ্গেলস টাইটেল সহ ২৩ টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।
- ক্রীড়ায় অসাধারণ দক্ষতা, লিঙ্গ সমতা ও সমান সুযোগের সচেতনতার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হলো।
10) The women who ran AIIMS: The memories of a medical Pioneer পুস্তকটি কে রচনা করেন?- উত্তর:- ডক্টর. স্নেহা ভার্গব।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ইনি একজন Indian radiologist
- ১৯৯১ সালে তিনি পদশ্রী পদক লাভ করেন
- এই পুস্তকে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী দ্বারা তাকে AIIMS এর DIRECTOR পদ দেওয়া ও সেই দিনই ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরের পরিস্থিতি উল্লেখ করেছেন।
Read more:-
Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation:
Hope you liked today’s article about 1st June 2025 Current Affairs In Bengali. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.
1 thought on “1st June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP”