20th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP

Today in this article we will discuss 20th june 2025 current affairs in bengali. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.

20th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP

Daily Current Affairs In Bengali: 20th June, 2025

  1. World Economic Forum এর Energy Transition Index 2025 অনুযায়ী ভারত ৭১ তম স্থান পেল। এই তালিকায় সুইডেন প্রথম, ফিনল্যান্ড দ্বিতীয় ও ডেনমার্ক তৃতীয় স্থান অধিকার করল।
  2. সাহিত্য আকাদেমি Bal Sahitya Puraskar 2025 এর বাংলা সাহিত্যের জন্য নির্বাচিত হলেন ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, তার লেখা এখনো গায়ে কাঁটা দেয় গল্পটির জন্য। হিন্দি সাহিত্যের জন্য এই পুরস্কার পেলেন Sushil Shukla তার Ek Batey Bara ছোট গল্প রচনার জন্য।
  3. যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরান থেকে ভারতীয় নাগরিকদের সুরক্ষিত ভাবে নিজের দেশে নিয়ে আসার জন্য ভারত সরকার Operation Sindhu শুরু করলো।
  4. Economic Intelligence Unit (EIU) এর Global Liveability Index 2025 অনুযায়ী ডেনমার্কের কোপেনহেগেন শহর প্রথম স্থান অধিকার করলো। যেখানে ভারতের নতুন দিল্লি ১২০ তম ও মুম্বাই ১২১ তম স্থান পেল।
  5. ১৭ ই জুন World Crocodile Day 2025 পালন করা হলো এবং ভারতে কুমির সংরক্ষণ প্রকল্পের ৫০ তম বছর পূর্ণ হল। ১৭ ই জুন ১৯৭৫ সালে উড়িষ্যার Bhitarkanika National Park এ এই প্রকল্প শুরু হয়েছিল।
  6. সম্প্রতি মহারাষ্ট্র নিবাসী ২০২৫ সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত Maruti Chitampalli ৯৩ বছর বয়সে মারা গেলেন। ইনি পরিবেশবিদ ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য পরিচিত ছিলেন।
  7. আন্তর্জাতিক জুতো প্রস্তুতকারী কোম্পানি Skechers ভারতে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করলেন অভিনেতা কার্তিক আরিয়ান কে। এর আগে ভারতীয় ক্রিকেটার যশপ্রীত বুমরাহ এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
  8. National Rifle Association Of India (NRAI) দ্বারা ভারতে প্রথমবার Shooting League Of India এর আয়োজন করবে। ২৪ নভেম্বর- ৭ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত দিল্লির Dr. Karni Singh Shooting Range এ এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।
  9. ইজরায়েল প্রথমবার তাদের Air Defence System, বারাক মাগেন ব্যবহার করল ইরান দেশের বিরুদ্ধে। Israel Aerospace Industries এটি নির্মাণ করেছে।
  10. গুগল বিশ্বের চতুর্থ এবং এশিয়ার প্রথম Google Safety Engineering Centre এর স্থাপন করলো তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী Revanth Reddy এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Read more:-

  1. 9th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP
  2. WBSSC SLST Syllabus For Class 9-10 & 11- 12

Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation updates:

  1. Facebook
  2. Telegram
  3. WhatsApp

Hope you liked today’s article about 20th June 2025 Current Affairs In Bengali. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.

2 thoughts on “20th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP”

Leave a Comment