Today in this article we will discuss 2nd june 2025 current affairs in bengali. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.
Daily Current Affairs In Bengali: 2nd June, 2025
1) Nomadic-Elephant সৈন্য অভ্যাস ভারত ও কোন দেশের মধ্যে আয়োজিত হলো?- উত্তর:- মঙ্গোলিয়া।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- Nomadic-Elephant সৈন্য অভ্যাস এর ১৭ তম সংস্করণ ৩১ শে মে থেকে ১৩ জুন পর্যন্ত মঙ্গোলিয়ার Ulaanbaatar এ আয়োজিত হল।
- এই সৈন্য অভ্যাসে ৪৫ জন ভারতীয় সৈন্য অংশগ্রহণ করবে যারা Arunachal scouts এর অন্তর্গত।
- এই সৈন্য অভ্যাস প্রথম শুরু হয়েছিল ২০০৪ সালে।
- এই সৈন্য অভ্যাসের ১৬ তম সংস্করণ আয়োজিত হয়েছিল মঙ্গোলিয়ার Umroi তে।
2) ভারতের কোন রাজ্য দ্বিতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষিত হল?- উত্তর: গোয়া।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত ৩০ মে ২০২৫ এ গোয়ার ৩৯ তম রাজ্য দিবসের এই ঘোষণা করলেন।
- ULLAS- New India Literacy Program এর অধীনে এই স্বীকৃতি লাভ করল।
- PLFS এর ২০২৩-২৪ সালের রিপোর্ট অনুযায়ী গোয়ার সাক্ষরতা হার হল ৯৩.৬০%।
3) সম্প্রতি ইউরেকা ফোর্বস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?-উত্তর: শ্রদ্ধা কাপুর।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- Eureka Forbes Ltd হল ভারতের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি ক্ষেত্রে পরিচিত একটি সংস্থা।
- জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এই সংস্থার Vacuum Cleaner পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন।
- এর উদ্দেশ্য হলো দেশ জুড়ে পরিষ্কার ও স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচার করা।

2nd June, 2025 current affairs in Bengali For RRB NTPC
4) Wealth intelligence firm Henley & Partners এর রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী শহর কোনটি?- উত্তর:- মুম্বাই।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই রিপোর্ট অনুসারে মুম্বাই ভারতের ধনী শহরের তালিকায় প্রথম স্থানে ও দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি।
- মুম্বাই শহরে ৫১০০০ বেশি কোটিপতি রয়েছে। বিশ্বব্যাপী ধনী শহরের তালিকায় মুম্বাই ২৭ তম স্থানে রয়েছে ও দিল্লি রয়েছে ৩৯ তম স্থানে।
- বিশ্বব্যাপী ধনী শহরের তালিকায় নিউইয়র্ক শহর প্রথম স্থান অধিকার করেছে। এই শহরে কোটিপতির সংখ্যা হল ৩৮৪৫০০ জন।
5) Etragonula Iridipennis ও Lepidotrigona Arcifera নামক হুল বিহীন মৌমাছি কোন রাজ্যে পাওয়া গেল?- উত্তর:- নাগাল্যান্ড।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- মৌমাছি গুলি সাধারণত ছোট কালো রঙের হয় এবং এরা দংশন করতে পারেনা।
- মৌচাকগুলো সর্পিল, এলোমেলোভাবে গঠিত ষড়ভূজাকার হয়।
- এই মৌমাছি গুলি উচ্চমানের ঔষধি গুন সম্পন্ন মধু তৈরি করে।
- পরাগ মিলন বিশেষ করে কৃষি, জীব বৈচিত্র রক্ষায় এদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
6) টাটা এবং এয়ারবাস কোম্পানি কোন রাজ্যে হেলিকপ্টার অ্যাসেম্বেল কারখানা স্থাপনের ঘোষণা করেছে?- উত্তর:- কর্ণাটক।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- কর্নাটকের কোলার জেলায় ভেমাগল ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে H125 হেলিকপ্টার অ্যাসেম্বলি কারখানা স্থাপিত হবে।
- বার্ষিক ১০ টি করে হেলিকপ্টার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
- এটি হবে এয়ার বাসের চতুর্থ অ্যাসেম্বলি কারখানা। এর আগে তারা ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে তাদের কারখানা তৈরি করেছে।
- ২০২৬ সাল থেকে উৎপাদন শুরু হবে।
2nd June 2025 current affairs in Bengali For WBP Exam
7) ভারতের কোন প্রতিষ্ঠান প্রথম জেনেটিক্যালি মডিফাইড ভেড়া তৈরি করল?- উত্তর:- কাশ্মীর কৃষি বিশ্ববিদ্যালয়।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- কাশ্মীরের SKUAST (Sher-e-Kashmir University Of Agricultural Sciences And Technology) CRISPR-Cas9 প্রযুক্তি ব্যবহার করে মায়োস্ট্যাটিন (পেশীর বৃদ্ধি নিয়ন্ত্রণকারী) জিন সম্পাদন করে এই ভেড়া তৈরি করেছে।
- এই প্রকল্পটিতে অর্থায়ন করেছে ICAR (Indian Council Of Agricultural Research)।
- ২০২০ সালে ইমানুয়েল চারপেন্টিয়ার ও জেনিফার এ ডুডনা CRISPR-Cas9 প্রযুক্তি উদ্ভাবনের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন।
8) পৃথিবীর সবচেয়ে উঁচু ৭ টি পর্বত শৃঙ্গে আরোহনকারী সবচেয়ে কম বয়সী ভারতীয়র নাম কি?- উত্তর:- বিশ্বনাথ কার্তিকেয়ন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- হায়দ্রাবাদ নিবাসী বিশ্বনাথ কার্তিকেয়ন হল ১৬ বছর বয়সী।
- আমেরিকা যুক্তরাষ্ট্রের Jordon Romero সবচেয়ে কম বয়সী ব্যক্তি যিনি ১৫ বছর বয়সে বিশ্বের সবচেয়ে উঁচু ৭ টি পর্বত শৃঙ্গ জয় করেছেন।
9) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যে ঘাটমপুর তাপবিদ্যুৎ কেন্দ্র পরিযোজনার উদঘাটন করলো?- উত্তর:- উত্তর প্রদেশ।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের কানপুর জেলায় ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-1 এর উদ্ঘাটন করলেন।
- এই তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে তিনটি ইউনিট রয়েছে যার প্রত্যেকটি ৬৬০ মেগাওয়াট অর্থাৎ মোট ১৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র।
- এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করতে ২১৭৮০.৯৪ কোটি টাকা খরচ হয়েছে।
10) ভারতের প্রথম AI ভিত্তিক স্পেশাল ইকোনমিক জোন (AI SEJ) কোন রাজ্যে তৈরি হলো?- উত্তর:- ছত্তিশগড়।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ছত্তিশগড় এর নব রায়পুরে এই স্পেশাল ইকনোমিক জোন স্থাপনা হবে যেটিকে দেশের প্রথম ডিজিটাল হাব হিসেবে তৈরি করা হবে।
- মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত Carbon Natural Data Centre Private Limited এই প্রকল্পটিতে ১০০০ কোটি টাকা নিবেশ করবে।
- এই কেন্দ্রটিতে ১ লক্ষ GPU (Graphics Processing Unit) ক্ষমতা সম্পন্ন ৪ টি High Performance Data Centre তৈরি করা হবে।
- Google, Microsoft, AWS ও Meta এর মত বিদেশি কোম্পানিরা এখানে AI ও Data Operations করতে পারবে।
- স্পেশাল ইকোনমিক জোন হল ভারত সরকার নির্মিত একটি নির্দিষ্ট স্থান যেখানে ব্যবসা-বাণিজ্য ও কারখানা নির্মাণ ইত্যাদি বৃদ্ধি করতে নানান ধরনের সুযোগ-সবিধা দেওয়া হয়ে থাকে।
- Special Economic Zone act ২০০৫ সালে পাশ হয় এবং ২০০৬ সাল থেকে এই আইন লাগু করা হয়।
Read More:-
Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation:
Hope you liked today’s article about 2nd June 2025 Current Affairs In Bengali. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.
2 thoughts on “2nd June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP”