Today in this article we will discuss 3rd june 2025 current affairs in bengali. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.
Daily Current Affairs In Bengali: 3rd June, 2025
1) CII এর 2025-26 সালের নতুন অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হলো?- উত্তর:- রাজিব মেমানি।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ইনি পূর্ববর্তী অধ্যক্ষ সঞ্জীব পুরি এর পরিবর্তে দায়িত্বভার গ্রহণ করলেন।
- একই সাথে CII এর সহ অধ্যক্ষ রূপে নিয়োগ করা হলো Suchitra K Yella কে। ইনি ভারত বায়োটেক কোম্পানির co-founder এবং ম্যানেজিং ডিরেক্টর।
- রাজীব মেমানি বর্তমানে EY (Ernst and Young) INDIA নামক কোম্পানির চেয়ারম্যান।
- CII এর সম্পূর্ণ নাম হলো Confederation Of Indian Industry যা একটি বেসরকারি সংগঠন, এটির স্থাপনা হয় ১৮৯৫ সালে। এর সদর দপ্তর নতুন দিল্লিতে।
2) ২৬ তম Asian Athletics Championships 2025 এ ভারত কতগুলি পদক জয় করেছে?- উত্তর:- ২৪ টি।
গুরুত্বপূর্ন তথ্য:-
- এই প্রতিযোগিতা টি সাউথ কোরিয়া এর Gumi তে ২৭-৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
- ভারত ৮ টি সোনা, ১০ টি রৌপ ও ৬ টি ব্রোঞ্জ পদক সহ দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থান অধিকার করেছে চীন।
- এই প্রতিযোগিতা টি ১৯৭৩ সালে শুরু হয়েছিল এবং প্রতি ২ বছর অন্তর অনুষ্ঠিত হয়। এর আয়োজক হল Asian Athletics Association
- Asian Athletics Championships 2023 অনুষ্ঠিত হয়েছিল ব্যাংকক, থাইল্যান্ড এ।
3) Miss World 2025 এর ৭২ তম খেতাব কে জিতল?- উত্তর:- Opal Suchata Chuangsri
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই প্রতিযোগিতাটি ভারতের তেলেঙ্গানা রাজ্যে ১০-৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। ভারতের পক্ষ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন Nandini Gupta
- Miss World হল একটি আন্তর্জাতিক Beauty Competition, এই প্রথম কোন থাইল্যান্ডের মহিলা এই পদক জিতলেন।
- তিনি ইথিওপিয়ার হাসেট ডেরেজে কে হারিয়ে এই পদক জিতলেন।
- Miss World 2024 এর খেতাব জিতেছিলেন Kristina Piszkova, এই প্রতিযোগিতা শুরু হয়েছিলো ১৯৫১ সালে Eric Morley দ্বারা।

3rd June, 2025 Current affairs in Bengali For RRB NTPC
4) ভারতের প্রথম সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা সঞ্চালিত জেলার নাম কি?- উত্তর:- দিউ।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- PM Surya Ghar Muft Bijli Yojana এর অন্তর্গত হয়ে দিউ জেলা এই লক্ষ্য প্রাপ্ত করেছে।
- এই জেলাতে মোট ১১.৮৮ MW সৌরশক্তি উৎপাদিত হয়। যার মধ্যে ৯ MW সৌরশক্তি আছে ভূমিতে থাকা সৌর প্যানেলের মাধ্যমে ও ২.৮৮ MW সৌরশক্তি আসে ছাদে লাগানো সৌর প্যানেল থেকে।
- PM Surya Ghar Muft Bijli Yojana স্কিমটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে উদঘাটন করেছিলেন। এই যোজনার মাধ্যমে এক কোটি ঘরে প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।
- এই স্কিমটির মাধ্যমে সৌর প্যানেল কিনলে ৪০% সাবসিডি দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার ২০২৪-২৫ সালে এই স্কিম এর জন্য বাজেটে ২০০০০ কোটি টাকা বরাদ্দ করেছিল।
5) ২০২৫ সালে পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন?- উত্তর:- Luis Montenegro
গুরুত্বপূর্ণ তথ্য:-
- Luis Montenegro এর নেতৃত্বে Democratic Alliance পার্টি ৯১ সিটে জয়লাভ করেছে।
- পর্তুগালের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে Marcelo Rebelo De Sousa কে।
- পর্তুগাল ইউরোপের একটি দেশ। এর রাজধানী হল Lisbon, এখানকার মুদ্রা হল Euro
6) ইউনাইটেড নেশনস World Tourism Organisation এর প্রথম মহিলা মহাসচিব হিসেবে কাকে নিযুক্ত করল?- উত্তর:- Shaikha Nasser Al Nowais
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ৩০শে মে ২০২৫ স্পেনে অনুষ্ঠিত হওয়া United Nations Tourism Council এর ১২৩ তম অধিবেশনে এই নির্বাচন হয়।
- ইনি United Arab Emirates (UAE) এর একজন ব্যবসায়ী।
- তার কার্যকাল শুরু হবে ২০২৬ সাল থেকে। ইনি পূর্ববর্তী জুরাব পোলোলিকাসবিলি এর স্থলাভিষিক্ত হবেন।
- World Tourism Organisation হল ইউনাইটেড নেশনসের একটি বিশেষ শাখা, যেটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়, বর্তমানে ১৬০ টি দেশ এই সংগঠনের সদস্য। এর সদর দপ্তর স্পেনের মাদ্রিদ এ। এটি বিশ্বজুড়ে পর্যটনকে প্রচার করে।
3rd June, 2025 Current Affairs In Bengali For WBP Exam
7) কোন ভারতীয় বিভাগের দ্বারা DHRUVA নামক উদ্যোগ শুরু করা হলো?- উত্তর:- ভারতীয় ডাক বিভাগ।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- DHRUVA এর সম্পূর্ণ নাম হলো Digital Hub For Reference And Unique Virtual Address, টেলিযোগাযোগ মন্ত্রকের সাহায্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
- এর মাধ্যমে সম্পূর্ণ দেশে একটি Digital Address System তৈরি করা হবে। যার মাধ্যমে যে কোনো ঠিকানার Digital ID তৈরি করা হবে। যে কেউ এই ডিজিটাল আইডি শেয়ার করার মাধ্যমে নিজের ঠিকানা বলতে পারবে।
- এর মাধ্যমে Delivery, Government Service, Emergency Service, Banking, e-commerce ইত্যাদি সেবা গুলো আরো সঠিক ও দ্রুত করা যাবে।
8) Birch Glacier কোন দেশে অবস্থিত?- উত্তর:- সুইজারল্যান্ড।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- Birch Glacier সুইজারল্যান্ডের Blatten নামক গ্রামের উপর ভেঙে পড়ায় সেই গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, যেটির কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে।
- এই গ্লেসিয়ারটি আল্পস পর্বতমালায় অবস্থিত, এই পর্বতমালাটি ইউরোপের আটটি দেশে বিস্তৃত। যথা- Monaco, Switzerland, France, Italy, Germany, Austria, Liechtenstein and Slovenia
- এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল Mont Blanc (উচ্চতা ৪৮০৯ মিটার)।
- সুইজারল্যান্ড ইউরোপের একটি দেশ, মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। এখানকার চ্যান্সেলর হলেন Victor Rossi
9) ইউনাইটেড নেশনস কোন তারিখে Global Day Of Parents পালন করে?- উত্তর:- ১ জুন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ২০১২ সাল থেকে এই দিবস পালন করা হয়, মাতা পিতার প্রতি শ্রদ্ধা জানাতে।
- ২০২৫ সালের এর থিম হল Raising Parents
10) প্রতি বছর ২ জুন কোন রাজ্যের স্থাপনা দিবস পালন করা হয়?- উত্তর:- তেলেঙ্গানা।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ২০২৫ সালে তেলেঙ্গানা রাজ্যের ১১ তম স্থাপনা দিবস পালন করা হলো। ২ জুন তেলেঙ্গানা রাজ্যটি অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়েছিল।
- Andhra Pradesh Reorganisation Act, 2014 এর অধীনে এই রাজ্য বিভাজন হয়েছিল।
- ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩ অনুসারে এই রাজ্য বিভাজন করা হয়েছিল।
- তেলেঙ্গানার রাজধানী হল হায়দ্রাবাদ ও অন্ধ্রপ্রদেশের রাজধানী হল অমরাবতী।
Read More:-
- 2nd June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP
- 4th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP
Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation:
Hope you liked today’s article about 3rd June 2025 Current Affairs In Bengali. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.
2 thoughts on “3rd June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP”