4th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP

Today in this article we will discuss 4th june 2025 current affairs in bengali. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.

Daily Current Affairs In Bengali: 4th June, 2025

  • United Nations General Assembly এর ৮০ তম অধিবেশন এর সভাপতি রূপে নির্বাচিত হলেন জার্মানির প্রাক্তন বিদেশ মন্ত্রী Annalena Baerbock
  • ৩ জুন জম্মু কাশ্মীর এর গান্ডারওয়াল জেলার তুলমুল্লা গ্রামে Ragna Devi মন্দিরে শুরু হলো প্রসিদ্ধ খির ভবানী মেলা।
  • পোল্যান্ড এর নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন Karol Nawrocki
  • ২০২৫ সালে চেরি উৎপাদনে প্রথম স্থান অধিকার করল তুরস্ক দেশ।
  • সম্প্রতি ইংল্যান্ডের মহিলা ফুটবলার Mary Earps আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে অবসর গ্রহণ করলেন।
4th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP

4th June, 2025 Current Affairs Today In Bengali

  • ইজরায়েল বিশ্বের প্রথম দেশ হিসেবে লেজার অস্ত্র ব্যবহার করে শত্রু দেশের ড্রোন ধ্বংস করল।
  • প্রথম International Conference On Glaciers Preservation 2025 অনুষ্ঠিত হলো তাজাকিস্তান এর দুশানবে তে।
  • ৫ জুন ২০২৫ এ বিশ্ব পরিবেশ দিবস এর থিম হল – Putting An End To Plastic Pollution
  • Central Bank Of India এর MD এবং CEO পদে সুপারিশ করা হলো কল্যাণ কুমার কে।
  • সম্প্রতি জয়পুরে মিষ্টির দোকানগুলি তাদের দেশ প্রেমের বহিঃপ্রকাশ হিসেবে “পাক” নাম যুক্ত মিষ্টি গুলির নাম পরিবর্তন করে “শ্রী” নাম যুক্ত করছে।

4th June, 2025 Current Affairs In Bengali For RRB NTPC

  • সম্প্রতি ইউক্রেন অপারেশন স্পাইডার ওয়েব নামে রুশ দেশের উপর FPV ড্রোন দিয়ে হামলা করল।
  • সম্প্রতি তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানার Kawal Tiger Reserve কে মহারাষ্ট্রের Tadoba-Andhari Tiger Reserve এর সাথে যুক্ত করে Kumram Bheem Conservation Reserve নামক Tiger Corridor তৈরি করার সিদ্ধান্ত নিল।
  • সম্প্রতি ভারতের রাজধানী নতুন দিল্লিতে ৪২ বছর পর IATA (International Air Transport Association) এর Annual General Meeting এবং World Air Transport Summit অনুষ্ঠিত হলো।
  • সম্প্রতি উত্তর প্রদেশ রাজ্যের DGP (Director General Of Police) রূপে নিযুক্ত করা হলো রাজিব কৃষ্ণ কে।
  • IPL ক্রিকেটের ইতিহাসে বিরাট কোহলি হলেন প্রথম ক্রিকেটার যিনি একক ফ্রাঞ্চাইজি এর হয়ে ৯০০০ বেশি রান করলেন।

4th June, 2025 Current Affairs In Bengali For WBP Exam

  • ২০ জনুয়ারি, ২০২৫ এ LIC (Life Insurance Corporation Of India) ২৪ ঘন্টায় সর্বাধিক ৫৮৮১০৭ টি পলিসি ইস্যু করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে।
  • সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার রাজ্যে Nabinagar Super Thermal Power Project Phase 2 এর প্রস্তরশিলা স্থাপন করলেন। এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি ২৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন।
  • সম্প্রতি ভারত ও নেপালের সংযুক্ত সৈন্যদল সফলভাবে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ জয় করল। এই পর্বতারোহন এর নেতৃত্ব দিয়েছেন ভারতীয় সেনার কর্নেল সরফরাজ সিং ও নেপাল সেনার ক্যাপ্টেন প্রশান্ত খড়কা।
  • World Bicycle Day 2025 পালন করা হলো ৩ জুন। এ বছরের থিম ছিল Cycling For A Sustainable Future
  • সম্প্রতি বিখ্যাত ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন রচিত নতুন পুস্তক Indira Gandhi and The Years That Transformed India পেঙ্গুইন ইন্ডিয়া দ্বারা প্রকাশিত করা হলো।

4th June, 2025 Important Current Affairs In Bengali

  • হরিয়ানা রাজ্যের Sandeep Arya Jangra, ৩৬ ঘন্টা ২১ মিনিট এ ২০০০০ বার সূর্য নমস্কার করে ওয়ার্ল্ড রেকর্ড করলেন। এর সাথে তার নাম London Book of records এবং America book নিবন্ধিত হল।
  • ২ জুন ২০২৫ এ ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত Mount Etna আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটলো।
  • সম্প্রতি নাগপুরে বনামতি অডিটোরিয়ামে কেন্দ্রীয় পরিবহন ও সড়ক মন্ত্রী নিতিন গাদকারী রচিত পুস্তক “সংঘাতিল মানবী ব্যবস্থাপন” প্রকাশ করা হলো।
  • সম্প্রতি বন্য জীব সংরক্ষণবাদী ও লেখক বাল্মিক থাপার ৭৩ বছর বয়সে দিল্লিতে মারা গেলেন।
  • সম্প্রতি কর্ণাটক সরকার COTPA (Cigarettes And Other Tobacco Products Act) 2024 আইনের অধীনে তামাক জাত পদার্থ কেনার ন্যূনতম বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করলো।

Read more:-

  1. 3rd June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP
  2. 6th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP

Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation:

Hope you liked today’s article about 4th June 2025 Current Affairs In Bengali. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.

2 thoughts on “4th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP”

Leave a Comment