Today in this article we will discuss 7th june 2025 current affairs in bengali. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.

Daily Current Affairs In Bengali: 7th June, 2025
- নিকারাগুয়া হল WTO (World Trade Organisation) এর ১০১ তম সদস্য দেশ, যারা Fisheries Subsidies Agreement এর স্বীকৃতিপ্রাপ্ত হল। এর উদ্দেশ্য হলো অবৈধ মাছ ধরা, অতিরিক্ত মাছ ধরা, সামুদ্রিক সম্পদ নষ্টের হাত থেকে রক্ষা করা।
- ৫১ তম G7 summit 2025 অনুষ্ঠিত হবে কানাডার Alberta তে ১৫-১৭ জুন পর্যন্ত। G7 সম্মেলন হল বিশ্বের সবচেয়ে বড় সাতটি অর্থনৈতিকভাবে উন্নত দেশসমূহ। যারা মিলিতভাবে বিশ্বের ৪০ শতাংশ জিডিপি ও ১০% জনসংখ্যার প্রতিনিধিত্ব করে।
- World Oceans Day 2025 পালিত হবে ৮ই জুন। এবছর এর থিম হল Wonder: Sustaining What Sustains Us, এই দিনটির মাধ্যমে সামুদ্রিক বাস্তুতন্ত্রের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
- সম্প্রতি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক (Ministry of Ayush), Aayush Nivesh Saarthi Portal লঞ্চ করল। পারম্পরিক চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করতে এই উদ্যোগ নেওয়া হলো।
- সম্প্রতি তামিলনাড়ু সরকার ৫ই জুন Dhanushkodi তে Greater Flamingo Sanctuary এর স্থাপনা করলো। এই অভয়ারণ্যটি Gulf Of Mannar Biosphere Reserve এরমধ্যে অবস্থিত।
- সম্প্রতি Ministry Of Social Justice And Empowerment নমস্তে যোজনার অন্তর্গত Waste Picker Anumeration App লঞ্চ করল। বর্জ্য সংগ্রহকারী দের উন্নতির লক্ষ্যে আধিকারিকভাবে তাদের পরিচয়পত্র দেওয়া হবে।
- ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি Dettol কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন। Dettol কোম্পানি সাধারণত স্বাস্থ্য সম্বন্ধীয় পণ্য তৈরি করে।
- Women’s Asia Cup Hockey Tournament 2025 এর ১১ তম সংস্করণ চীনের Hangzhou তে ৫-১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিজয়ী দল সরাসরি ২০২৬ সালে বেলজিয়াম ও নেদারল্যান্ড এ অনুষ্ঠিত Women’s Hockey World Cup এর জন্য যোগ্যতা অর্জন করবে।
- ১১ জুন কর্ণাটক রাজ্য KUSUM-C যোজনা চালু করবে। এর উদ্দেশ্য হলো কৃষি ক্ষেত্রে সৌর শক্তির পরিমাণ বৃদ্ধি করা ও কৃষকদের বিদ্যুৎ বিল হ্রাস করা।
- সম্প্রতি Volcan De Fuego আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটলো। এই আগ্নেয়গিরিটি Guatemala তে অবস্থিত।
Read more:-
- 6th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP
- 8th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP
Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation updates:
Hope you liked today’s article about 7th June 2025 Current Affairs In Bengali. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.
2 thoughts on “7th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP”