Today in this article we will discuss 9th june 2025 current affairs in bengali. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.

Daily Current Affairs In Bengali: 9th June, 2025
- Norway Chess Tournament 2025 এর খেতাব জয় করলেন নরওয়ের Magnus Carlsen, পুরুষ বিভাগে ১৬ পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্থান অধিকার করেন এবং ভারতের D. Gukesh তৃতীয় স্থান লাভ করে।
- সম্প্রতি RBI রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট হ্রাস পেয়ে ৫.৫% হলো। ২০২৫ আর্থিক বর্ষে এই নিয়ে রেপো রেট মোট ১০০ বেসিস পয়েন্ট হ্রাস পেল। এর ফলে লোনের সুদের হার কমবে।
- সম্প্রতি জুন মাসে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো এস. মহেন্দ্র দেব কে। এই কমিটি প্রধানমন্ত্রী কে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি, কর্মসংস্থান বৃদ্ধি, মুদ্রাস্ফীতি হ্রাস ইত্যাদি বিষয়ে বিভিন্ন সুপারিশ দিয়ে থাকে।
- সম্প্রতি আমেরিকা একজন চীনা নাগরিককে Fusarium Graminearum নামক ছত্রাক পাচারের দায়ে অভিযুক্ত করল। যা কৃষি ক্ষেত্রে বিপুল ক্ষতিসাধন করে। এরই সাথে আমেরিকা চীনের উপর কৃষি-আতঙ্কবাদ সৃষ্টি করার অভিযোগ করল।
- সম্প্রতি UNSC (United Nations Security Council) এর অস্থায়ী সদস্য রূপে বাহরিন, কলম্বিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ দা কঙ্গ, লাটভিয়া, লাইবেরিয়া এই ৫টি দেশ যুক্ত হল। এরমধ্যে লাটভিয়া প্রথম দেশ হিসেবে UNSC এর অস্থায়ী সদস্য রূপে স্থান পেল।
- সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নতুন সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকার ব্যাংক নোট প্রকাশ করেছে। সেই নোটে তারা হিন্দু ও বৌদ্ধ মন্দিরগুলোকে প্রাধান্য দিয়েছে ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবর রহমান এর ছবি নোটগুলো থেকে সরানো হয়েছে।
- সম্প্রতি ভারত ৩ বছরের জন্য United Nations Economic And Social Council এর সদস্য নির্বাচিত হলো। এই কমিটি দারিদ্রতা, শিক্ষা ও স্বাস্থ্য মতো বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে সুপারিশ প্রদান করে।
- সম্প্রতি হিমাচল প্রদেশের Kangra জেলার রাজা খাস নামক গ্রামকে প্রথম সৌর মডেল গ্রাম হিসেবে ঘোষণা করা হলো। PM Surya Ghar Muft Bijli Yojana এর মাধ্যমে এই উপলব্ধি পেল।
- মে ২০২৫ এর হিসেবে পুনরায় ICC Men’s Player Of The Month ঘোষিত হল মোহাম্মদ ওয়াসিম। ইনি UAE পুরুষ ক্রিকেট দলের ক্যাপ্টেন। এপ্রিল ২০২৫ এও তিনিই এই সম্মান পেয়েছিলেন।
- মে ২০২৫ এ ICC Women’s Player Of The Month ঘোষিত হলেন দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের সদস্য Chloe Tryon
Read more:-
- 8th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP
- 20th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP
Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation updates:
Hope you liked today’s article about 9th June 2025 Current Affairs In Bengali. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.
2 thoughts on “9th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP”