October 2025 Monthly Current Affairs In Bengali (Part-3)

আজকের এই আর্টিকেলটিতে আমরা October 2025 Monthly Current Affairs In Bengali সম্পর্কে আলোচনা করব। এটি WBCS, RRB Group-D, CHSL, WBP, KP ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

এটি অক্টোবর, ২০২৫ সালের কারেন্ট অ্যাফেয়ার্স টিউটোরিয়ালের তৃতীয় পর্ব (Part-3), আপনি আজকের আর্টিকেল থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF টিও সংগ্রহ করতে পারবেন।

October 2025 Monthly Current Affairs In Bengali (Part-3)

October 2025 Monthly Current Affairs In Bengali:

1) ইসরো ২০৪০ সালের মধ্যে ক্রু সহ চন্দ্র অভিযান করার কথা ঘোষণা করলো।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • ভারত ২০২৭ সালের মধ্যে গগনযান নামক মানব মহাকাশ অভিযানের লক্ষ্যমাত্রা নিয়েছে।
  • ভারত ২০২৮ সালের মধ্যে চন্দ্রযান-৪ উৎক্ষেপণের কথা ঘোষণা করেছে। এই অভিযানে চাঁদের নমুনা পৃথিবীতে ফেরত আনা হবে।
  • ২০৩৫ সালের মধ্যে ভারত মহাকাশে একটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপন করার কথা ঘোষণা করেছে।

2) Mercer CFA Global Pension Index 2025 এ নেদারল্যান্ডস শীর্ষস্থান অর্জন করলো।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • আইসল্যান্ড এই তালিকায় দ্বিতীয় স্থান ও ডেনমার্ক তৃতীয় স্থান অর্জন করল।
  • ভারত Mercer CFA Global Pension Index 2025 এ ৫২তম স্থান অর্জন করল।

3) ১৫ অক্টোবর সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হলো।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • এ. পি. জে. আব্দুল কালাম এর জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়।
  • ২০১০ সালে এই দিনটি প্রথম পালন করা হয়েছিল।
  • ২০২৫ সালে এ. পি. জে. আব্দুল কালাম এর ৯৪তম জন্মবার্ষিকী পালিত হল।
  • ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে এর এ বছরের থিম হল- Empowering Students As Agents Of Innovation And Change.

4) সম্প্রতি ভারত ও ইন্দোনেশিয়া এর মধ্যে Samudra Shakti 2025 নৌ মহড়া অনুষ্ঠিত হল।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • ১৪-১৭ অক্টোবর পর্যন্ত এই নৌ মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল।
  • INS Kavaratti নামক নৌ জাহাজ এই মহড়া তে অংশগ্রহণ করেছিল।

5) সম্প্রতি বিমান সংস্থা ইন্ডিগো ডিজি যাত্রা এর সাথে অংশীদারিত্ব করলো।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো সহজ, দ্রুত ও নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা।
  • বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে চেক ইন ও বোর্ডিং প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

6) সম্প্রতি গুগল ক্লাউড সংগীতশিল্পী এ আর রহমান এর সাথে চুক্তি সম্পন্ন করল।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • এর মাধ্যমে সিক্রেট মাউন্টেন নামক AI পরিচালিত মেটাহিউম্যান ব্যান্ড বা সংগীত অবতার তৈরি করা হবে।
  • এর লক্ষ্য হলো সংগীত ও প্রযুক্তিকে ব্যবহার করে বিনোদনের একটি নতুন মাধ্যম গড়ে তোলা।

7) সম্প্রতি অস্ট্রেলিয়ার সাঁতারু আরিআর্ন টিটমাস অবসর গ্রহণ করলেন।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • তিনি ৪টি সোনা, ৩টি রুপো ও ১টি ব্রোঞ্জ সহ মোট আটটি অলিম্পিক মেডেল জিতেছেন।
  • এছাড়াও তিনি ৮ টি কমনওয়েলথ গেমস মেডেল ও জিতেছেন।

8) এশিয়ান অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ ভারত মোট ১৩ টি পদক পেয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • এই প্রতিযোগিতাটি ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
  • এই প্রতিযোগিতায় চীন মোট ৫৪ টি পদক জিতে প্রথম স্থান অর্জন করেছে।
  • ভারত এই প্রতিযোগিতায় ১১তম স্থান অধিকার করেছে।

9) সম্প্রতি মহারাষ্ট্রের ৫টি সমুদ্র সৈকত আন্তর্জাতিক ব্লু ফ্ল্যাগ শংসাপত্র লাভ করল।

গুরুত্বপূর্ন তথ্য:-

  • এই সমুদ্র সৈকত গুলি হল গুহাগড় ও লাডগড় সৈকত, পারনাকা সৈকত, শ্রী বর্ধন ও নগাও সৈকত।
  • ব্লু ফ্ল্যাগ শংসাপত্র হল সমুদ্র সৈকতের পরিবেশগতমান, নিরাপত্তা ও সুযোগ সুবিধা সংক্রান্ত সূচক।

10) ড্যানিয়েল ক্যাটোজ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • ড্যানিয়েল ক্যাটোজ পূর্ববর্তী গীতা গোপীনাথ এর পরিবর্তে এই পদে নিযুক্ত হলেন।
  • ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF) হল আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী আর্থিক সহযোগিতা বৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করে।

October 2025 Monthly Current Affairs In Bengali (Part-3):- Download PDF

আরও পড়ুন:-

  1. October 2025 Monthly Current Affairs In Bengali (Part-2)
  2. November 2025 Monthly Current Affairs In Bengali (Part-1)

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির খবর, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরীক্ষার প্রস্তুতির আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হন:

  1. ফেসবুক
  2. টেলিগ্রাম
  3. হোয়াটসঅ্যাপ

আশা করি, October 2025 Monthly Current Affairs In Bengali (Part-3) সম্পর্কে আজকের এই আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি আপনি এই আর্টিকেলটি উপযোগী বলে মনে করেন, তাহলে দয়া করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। KOLOM 247 ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।

2 thoughts on “October 2025 Monthly Current Affairs In Bengali (Part-3)”

Leave a Comment