আজকের এই আর্টিকেলটিতে আমরা November 2025 Monthly Current Affairs In Bengali সম্পর্কে আলোচনা করব। এটি WBCS, RRB Group-D, CHSL, WBP, KP ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
এটি নভেম্বর, ২০২৫ সালের কারেন্ট অ্যাফেয়ার্স টিউটোরিয়ালের প্রথম পর্ব (Part-1), আপনি আজকের আর্টিকেল থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF টিও সংগ্রহ করতে পারবেন।

November 2025 Monthly Current Affairs In Bengali:
1) হাঙ্গেরিয় বংশোদ্ভূত লেখক ডেভিড সাজালে বুকার প্রাইজ ২০২৫ অর্জন করলেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- প্রথম হাঙ্গেরিয় বংশোদ্ভূত লেখক হিসেবে তিনি এই পুরস্কার জয়ী হলেন।
- ১০ নভেম্বর তিনি তার ষষ্ঠ উপন্যাস Flesh এর জন্য এই পুরস্কার অর্জন করলেন।
2) সম্প্রতি তামিলনাড়ুর কোভালাম সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ শংসাপত্র অর্জন করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ২০২১ সালের সেপ্টেম্বরে তামিলনাড়ুর প্রথম সমুদ্র সৈকত হিসেবে কোভালাম কে ব্লু ফ্ল্যাগ শংসাপত্র দেওয়া হয়েছিল।
- এই নিয়ে টানা ৫ বছর কোভালাম সমুদ্র সৈকতটি এই স্বীকৃতি লাভ করল।
3) AU Small Finance Bank মহিলাদের জন্য M-Circle চালু করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই উদ্যোগটির মাধ্যমে মহিলাদের অগ্রাধিকার মূলক ঋণের হার, লকার ভাড়ার ক্ষেত্রে ছাড়, স্বাস্থ্য পরীক্ষা, ডিজিটাল অ্যাক্সেস ইত্যাদি সুবিধা প্রদান করা হবে।
4) ১২ নভেম্বর সারা ভারত জুড়ে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে পালন করা হলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ২০০১ সালে এই দিনটি প্রথম পালন করা হয়।
- ১৯৪৭ সালে নতুন দিল্লিতে অল ইন্ডিয়া রেডিও বা আকাশ বাণী থেকে মহাত্মা গান্ধীর একমাত্র সরাসরি সম্প্রচার কে স্মরণ করতে এই দিনটি পালন করা হয়।
5) সম্প্রতি ভারত ও শ্রীলংকার মধ্যে সামরিক মহড়া Exercise Mitra Shakti অনুষ্ঠিত হলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ১০-২৩ নভেম্বর পর্যন্ত কর্নাটকের বেলাগাভি তে এই সামরিক মহড়াটি অনুষ্ঠিত হলো।
- এই মহড়াটিতে ১৭০ জন ভারতীয় সেনা ও ১৩৫ জন শ্রীলংকার সেনা অংশগ্রহণ করেছিল।
6) আসামের গুয়াহাটিতে ভারতের প্রথম আধুনিক রিভার ফেরি টার্মিনালের উদ্বোধন হলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই রিভার ফেরি টার্মিনাল টির উদ্বোধন করলেন।
- ৩০৪.৯৫ কোটি টাকা ব্যয় করে আসাম ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট সোসাইটি এর নির্মাণ করলো।
7) Times Out’s City Life Index 2025 অনুযায়ী মুম্বাই এশিয়ার সবচেয়ে সুখী শহর হিসেবে প্রথম স্থান অর্জন করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করল যথাক্রমে চীনের বেজিং ও সাংহাই শহর।
8) সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত পরিবেশবিদ সালুমারাদা থিমাক্কা।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- তিনি Tree Woman Of India নামে পরিচিত ছিলেন।
- ২০১৯ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
9) Parasocial শব্দটি ২০২৫ সালের Word Of The Year হিসেবে ঘোষিত হলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- কেমব্রিজ অভিধান কর্তৃক এই ঘোষণা করা হয়েছে।
10) টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজ (TSI) ২০২৫-২০২৯ এর মহাকাশচারী প্রশিক্ষণ কর্মসূচির জন্য নির্বাচিত হলেন কুঞ্চলা কৈবল্য রেড্ডি।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- কুঞ্চলা কৈবল্য রেড্ডি হলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
- তিনি ৩৬ টি দেশের প্রতিনিধিত্বকারী আবেদনকারীদের মধ্যে থেকে নির্বাচিত ১৫০ জন প্রার্থীর মধ্যে একজন।
November 2025 Monthly Current Affairs In Bengali (Part-1):- Download PDF
আরও পড়ুন:-
- October 2025 Monthly Current Affairs In Bengali (Part-3)
- November 2025 Monthly Current Affairs In Bengali (Part-2)
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির খবর, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরীক্ষার প্রস্তুতির আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হন:
আশা করি, November 2025 Monthly Current Affairs In Bengali (Part-1) সম্পর্কে আজকের এই আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি আপনি এই আর্টিকেলটি উপযোগী বলে মনে করেন, তাহলে দয়া করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। KOLOM 247 ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
2 thoughts on “November 2025 Monthly Current Affairs In Bengali (Part-1)”