আজকের এই আর্টিকেলটিতে আমরা November 2025 Monthly Current Affairs In Bengali সম্পর্কে আলোচনা করব। এটি WBCS, RRB Group-D, CHSL, WBP, KP ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
এটি নভেম্বর, ২০২৫ সালের কারেন্ট অ্যাফেয়ার্স টিউটোরিয়ালের তৃতীয় পর্ব (Part-3), আপনি আজকের আর্টিকেল থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF টিও সংগ্রহ করতে পারবেন।

November 2025 Monthly Current Affairs In Bengali:
1) তামিলনাড়ু প্রথম রাজ্য হিসেবে “উইমেন্স ওয়েলনেস অন হুইলস” উদ্যোগ চালু করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই উদ্যোগটির মাধ্যমে গ্রামীণ ও আধা শহর এলাকায় মহিলাদের মোবাইল ক্যান্সার স্ক্রিনিং পরিষেবা প্রদান করা হবে। এর মাধ্যমে ক্যান্সার রোগের প্রাথমিক শনাক্তকরণ, স্তন ও জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা করা যাবে।
- এই উদ্যোগটির জন্য ৪১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং রাজ্যের প্রতিটি জেলায় একটি করে মোট ৩৮ টি মোবাইল ইউনিট স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
2) বিচারপতি অশোক ভূষণ ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনাল (NCLAT) এর চেয়ারম্যান হিসেবে পুনঃনিযুক্ত হলেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- তিনি ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত এই পদে নিযুক্ত থাকবেন।
- তিনি ২০২১ সালের ৮ নভেম্বর পূর্ববর্তী বিচারপতি বানসি লাল ভাট এর পরিবর্তে এই পদে নিযুক্ত হয়েছিলেন।
3) দিল্লি সরকার মহিলা এবং রূপান্তর কর্মীদের বিনামূল্যে বাস ভ্রমণের জন্য Pink Saheli Smart Card চালু করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই উদ্যোগের মাধ্যমে ১২ বছর বা তার বেশি বয়সের মহিলা ও ট্রান্সজেন্ডাররা দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (DTC) ও ক্লাস্টার বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।
- এই স্মার্ট কার্ডটি National Common Mobility Card (NCMC) ফ্রেমওয়ার্ক এর অধীনে চালু করা হলো, যা পূর্ববর্তী গোলাপী কাগজের টিকিট ব্যবস্থার পরিবর্তে ব্যবহার হবে।
4) ৭ নভেম্বর নোবেল জয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন প্রয়াত হলেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- তিনি চিকিৎসা ক্ষেত্রে নোবেল জয়ী হয়েছিলেন।
- ১৯৬২ সালে স্যার জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক ও মরিস উইলকিন্স DNA এর ডবল হেলিক্স গঠন আবিষ্কারের জন্য এই পুরস্কার পেয়েছিলেন।
5) অক্টোবর মাসে সারা ভারত জুড়ে National Cyber Security Awareness Month পালন করা হলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এর মূল লক্ষ্য হলো সাইবার নিরাপত্তা সংক্রান্ত সম্পর্কে সচেতন করা এবং ডিজিটাল জগতে নিরাপদ থাকার উপায় প্রচার করা।
- এ বছরের থিম হল- Cyber Jagrit Bharat
6) ৮ নভেম্বর সারা বিশ্বজুড়ে World Town Planning Day 2025 পালন করা হলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- World Town Planning Day 2025 সালের থিম হলো- With Planning We Can
- ১৯৪৯ সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল।
7) সম্প্রতি ড. সাই গৌতম গোপালাকৃষ্ণান “মনোহর পারিকর যুব সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড ২০২৫” সম্মানে ভূষিত হলেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ড. সাই গৌতম গোপালাকৃষ্ণান IISC BENGALURU প্রতিষ্ঠানের একজন অ্যাসোসিয়েট প্রফেসর।
- ১৩ ডিসেম্বর মনোহর পারিকর বিজ্ঞান মহোৎসবে এই পুরষ্কারটি প্রদান করা হবে।
8) মহারাষ্ট্র প্রথম রাজ্য হিসেবে স্টারলিংক স্যাটেলাইট কমিউনিকেশনস এর সাথে একটি লেটার অফ ইনটেন্ট স্বাক্ষর করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান, গ্রামীন সম্প্রদায় ও গুরুত্বপূর্ণ পাবলিক প্রতিষ্ঠানগুলোতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে।
- ৫ নভেম্বর এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
9) ৭ নভেম্বর সারা ভারতে ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে পালন করা হল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে এর এবছরের থিম হল- United by Unique.
- ২০১৪ সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল।
10) Industrial Transition Accelerator (ITA) রিপোর্ট অনুযায়ী ক্লিন এনার্জি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের পাইপ লাইনের ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই রিপোর্টটি ২০২৫ সালের নভেম্বর মাসে প্রকাশিত হয়েছিল।
- এই রিপোর্ট অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন ও আমেরিকা।
November 2025 Monthly Current Affairs In Bengali (Part-3):- Download PDF
আরও পড়ুন:-
- November 2025 Monthly Current Affairs In Bengali (Part-2)
- December 2025 Monthly Current Affairs In Bengali (Part-1)
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির খবর, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরীক্ষার প্রস্তুতির আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হন:
আশা করি, November 2025 Monthly Current Affairs In Bengali (Part-3) সম্পর্কে আজকের এই আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি আপনি এই আর্টিকেলটি উপযোগী বলে মনে করেন, তাহলে দয়া করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। KOLOM 247 ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
2 thoughts on “November 2025 Monthly Current Affairs In Bengali (Part-3)”