Today in this article we will discuss 6th june 2025 current affairs in bengali. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.

Daily Current Affairs In Bengali: 6th June, 2025
- সম্প্রতি রাজস্থান রাজ্যের খিচন ও মেনার জলাভূমি রামসার ট্যাগ প্রাপ্ত হলো। এর সাথে ভারতে রামসার সাইট এর সংখ্যা হল ৯১ টি।
- Ladakh Official Language Act 2025 অনুসারে Bhoti ও Purgi ভাষাকে লাদাখের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হল। এর আগে লাদাখের সরকারি ভাষা হিসেবে হিন্দি, ইংরেজি ও উর্দু ভাষা স্বীকৃতিপ্রাপ্ত ছিল।
- CCPI (Climate Change Performance Index) 2025 অনুযায়ী ৬৭টি দেশের মধ্যে ভারত ১০ তম স্থান অধিকার করেছে। Germanwatch, New Climate Institute, Climate Action Network (CAN) International এই তিনটি সংগঠন মিলিতভাবে কোন দেশ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য কতটা প্রচেষ্টা করছে তার ভিত্তিতে Rank তৈরি করেছে।
- সম্প্রতি UAE এবং WHO (World Health Organization) ইয়েমেনের Socotra দ্বীপে মাতৃত্বকালীন অপুষ্টি প্রতিরোধে Humanitarian Program শুরু করল। Socotra দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত।
- ৭ জুন সারা বিশ্বে World Food Safety Day পালন করা হবে। ২০২৫ এ এর থিম হল Food Safety: Science In Action
- কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ Honorary Rank Promotion Scheme লঞ্চ করলেন। এই স্কিম টি CAPFs (Central Armed Police Forces) এবং আসাম রাইফেলস এর জন্য শুরু করা হলো।
- কেন্দ্রীয় অল্পসংখ্যক মন্ত্রক (Central Ministry Of Minority Affairs) দ্বারা UMEED পোর্টাল চালু করা হলো। এর মাধ্যমে সমস্ত ওয়াকফ সম্পত্তির Digitization, Management করা সম্ভব হবে।
- ৪ জুন নতুন দিল্লিতে NSEFI (National Solar Energy Federation Of India) দ্বারা National Agro Re Summit 2025 অনুষ্ঠিত হলো। এখানে মুখ্য অতিথি হিসেবে Union Agriculture Minister শিবরাজ সিং চৌহান অংশগ্রহণ করেছিলেন।
- হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং শুকু Rajiv Gandhi Van Samvardhan Yojana ও Green Adaptation Scheme চালু করলেন। এই যোজনা দুটির মাধ্যমে হিমাচল প্রদেশে যে সমস্ত ক্ষতিগ্রস্ত বন জঙ্গল আছে সেগুলোর সবুজায়ন করা হবে ও বিভিন্ন ফলজাতীয় গাছ লাগানো হবে।
- চীনের Shenzhen নামক এলাকায় ১৩-২০ জুলাই ৩১ তম FIBA Women’s basketball Asia Cup অনুষ্ঠিত হবে।
Read more:-
- 4th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP
- 7th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP
Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation:
Hope you liked today’s article about 6th June 2025 Current Affairs In Bengali. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.
2 thoughts on “6th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP”