27th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP

Today in this article we will discuss 27th june 2025 current affairs in bengali. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.

27th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP

Daily Current Affairs In Bengali: 27th June, 2025

  1. কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খাট্টার বিহারে Nuclear Power Plant স্থাপন করার ঘোষনা করলো। যার সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে 2800 mw, এই বিদ্যুৎকেন্দ্রে 700 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন চারটি ইউনিট স্থাপন করা হবে। এটি বিহারের নবাদা জেলার রাজৌলি তে স্থাপন করা হবে। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি হল একটি Small Modular Reactors
  2. অন্ধ্রপ্রদেশ রাজ্য গোদাবরী নদীর অতিরিক্ত জল ব্যবহার করার জন্য Banakacherla Project শুরু করলো। এই প্রজেক্ট এর মাধ্যমে অন্ধ্রপ্রদেশের নন্দিয়াল জেলার Banakacherla তে একটি জলাধার নির্মাণ করা হবে।
  3. ৫ তম khelo India University Games রাজস্থানের জয়পুরে নভেম্বর ২০২৫ এ শুরু হবে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক এই প্রতিযোগিতার আয়োজন করে।
  4. ২৬ শে জুন শ্রীলঙ্কাতে Kataragama Esala উৎসব শুরু হল। হিন্দু, বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মিলে এই উৎসব পালন করে।
  5. সম্প্রতি Captain Mohan Singh Kohli ৯৩ বছর বয়সে মারা গেলেন। তিনি ভারতীয়র নৌ বাহিনীর একজন সেনা অফিসার ও পর্বতারোহী ছিলেন।
  6. কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং History That India Ignored নামক বইয়ের উদ্বোধন করলেন। এই বইটি লিখেছেন বিশিষ্ট সাংবাদিক ও বর্তমানে সংবাদ সংস্থা ANI এর চেয়ারম্যান প্রেম প্রকাশ। এই বইটিতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অজানা তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে।
  7. উত্তরাখণ্ডের দেরাদুনে Indian Conservation Conference 2025 এর আয়োজন করা হলো। এই সভায় জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণ সংরক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়। কেন্দ্রীয় পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রক এই সভার আয়োজন করে।
  8. World Metrological Organisation সম্প্রতি State Of The Climate In Asia 2024 এর রিপোর্ট প্রকাশ করল। এই রিপোর্ট অনুসারে আরব সাগরের জল প্রতিবছর ৩.৯ মিলিমিটার এবং বঙ্গোপসাগরের জল প্রতি বছর ৪ মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। মধ্য হিমালয়ের ২৪ টি গ্লেসিয়ারের মধ্যে ২৩টি গ্লেসিয়ারে বরফ কমে গেছে। ২০২৪ সালে তাপপ্রবাহ কারণে ভারতে ৪৫০ জনের মৃত্যু হয়েছে।
  9. সম্প্রতি জম্মু কাশ্মীরের Twai নদীতে বন্যা সৃষ্টি হয়েছিল। এটি হল চিনাব নদীর একটি প্রধান উপনদী।
  10. ২৭ শে জুন সারাদেশে MSME (Micro, Small And Medium Enterprises) Day 2025 পালন করা হলো। ২০২৫ সালের এর থিম হলো Enhancing The Role of micro, small and medium sized Enterprises as drivers of sustainable growth and innovation

Read more:

  1. Monthly Current Affairs In Bengali May, 2025 (Part-1)
  2. 1st August 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP

Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation updates:

  1. Facebook
  2. Telegram
  3. WhatsApp

Hope you liked today’s article about 27th June 2025 Current Affairs In Bengali. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.

2 thoughts on “27th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP”

Leave a Comment