Today in this article we will discuss 1st August 2025 current affairs in bengali. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.

Daily Current Affairs In Bengali: 1st August, 2025
- মহারাষ্ট্র সরকার ৭ই আগস্ট তারিখটিকে Sustainable Agriculture Day হিসাবে ঘোষণা করলো। এই দিনটি এম.এস. স্বামীনাথন এর স্মরণে রাখা হলো। ইনি একজন বৈজ্ঞানিক ও ভারতে সবুজ বিপ্লবের প্রতিষ্ঠাতা।
- AI Impact Summit 2026 এর ৪তম সভার আয়োজন হবে ভারতের নতুন দিল্লিতে। এটি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আয়োজিত হবে। এই সভায় AI এর নিরাপদ ব্যবহারের উপর জোর দেওয়া হবে। এই সভার আয়োজন করবে কেন্দ্রীয় Ministry Of Electronics and IT
- অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের Youtube ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করল। শিশুদের ক্ষতিকারক ভিডিও থেকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
- Typhoon CO-May জাপান, ফিলিপিনস, চীনে প্রভাব বিস্তার করল। পশ্চিম প্রশান্ত মহাসাগরে সাইক্লোনকে টাইফুন বলা হয়।
- ৩০ শে জুলাই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক Setubandha Scholar Scheme চালু করল। এই স্কিমের মাধ্যমে গুরুকুলের ছাত্র-ছাত্রীরা IIT এর মত প্রতিষ্ঠানে গবেষণা করার সুযোগ পাবে। Central Sanskrit University (New Delhi) এর সাথে মিলিতভাবে এই উদ্যোগ নেওয়া হলো।
- উত্তর প্রদেশ সরকার AI ভিত্তিক সড়ক নিরাপত্তা প্রকল্প চালু করল। উত্তরপ্রদেশের পরিবহন বিভাগ এই প্রকল্পটি শুরু করলো। এজন্য ২০২৫-২৬ বাজেটে ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
- রাজস্থানের মেবার অঞ্চলের ভিল সম্প্রদায় দ্বারা গৌরী উৎসব পালিত হল। প্রতিবছর জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই উৎসব পালিত হয়।
- রাশিয়াতে ৮.৮ Magnitude মাত্রার ভূমিকম্প অনুভূত হল। এর ফলে Klyuchevskoy আগ্নেয়গিরিতে বিস্ফোরণ শুরু হয়েছে। এটি Kamchatka Peninsula আগ্নেয়গিরি সমূহের অন্তর্গত।
- ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ সমাপ্ত করতে ইউনাইটেড নেশনস Newyork Declaration এর ঘোষণা করলো। ২৮-৩০ জুলাই ইউনাইটেড নেশনসের নিউইয়র্কের সদর দপ্তরের একটি উচ্চ পর্যায়ের সভাতে এই ঘোষণা করা হয়। যেখানে ফ্রান্স ও সৌদি আরব সহ আয়োজক রূপে অংশগ্রহণ করেছিল।
- টি এন মনোহরণ ৬৯ বছর বয়সে মারা গেলেন। ইনি একজন চার্টার্ড একাউন্টেন্ট ছিলেন ও IDBI ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন।
Read more:
Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation updates:
Hope you liked today’s article about 1st August 2025 Current Affairs In Bengali. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.
1 thought on “1st August 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP”