WBSSC SLST Life Science Question Paper 2025 With Answers For 9-10 (Part-1)

Today we will discuss about WBSSC SLST Life Science question paper 2025 with answers of class 9-10. This is Part-1 of this tutorial.

WBSSC SLST Life Science Question Paper 2025 With Answers For 9-10 (Part-1)

WBSSC SLST Life Science Question Paper 2025

1) বয়স বৃদ্ধির ফলে চোখের অভিযোজন ক্ষমতা হ্রাস পাওয়ার ঘটনাকে বলে

A. অ্যাসটিগম্যাটিজম B. প্রেসবায়োপিয়া C. ক্যাটারাক্ট D. মায়োপিয়া

সঠিক উত্তর:- B) প্রেসবায়োপিয়া

তথ্য:- সাধারণত ৪০ বছরের পর এ রোগ হয়। এই রোগে ব্যাক্তি কাছের বস্তু (স্বাভাবিক দূরত্বে বই পড়া) দেখতে পায় না কিন্তু বস্তুটি একটু দূরে সরিয়ে নিলে দেখতে পায়।

2) নিচের কোনটি পেশির সারকোটিউবিলার সিস্টেমের অংশ নয়?

A. সারকোপ্লাজোমিক রেটিকুলাম B. T – নালিকা C. প্রান্তীয় সিস্টার্ন D. এপিমাইসিয়াম

সঠিক উত্তর:- D) এপিমাইসিয়াম

তথ্য:- সারকোপ্লাজোমিক রেটিকুলাম, T – নালিকা , প্রান্তীয় সিস্টার্ন হল পেশির সারকোটিউবিলার সিস্টেমের অংশ এবং এপিমাইসিয়াম হল পেশির পেরিমাইসিয়াম যুক্ত পেশী তন্তু গুচ্ছ কে আবৃত করে একেবারে বাইরের যে আবরণীটি থাকে তাকে এপিমাইসিয়াম বলে।

3) নিউক্লিওলাসের প্রধান কাজ কি?

A. DNA প্রতিলিপিকরণ B. রাইবোজোম সংশ্লেষ C. প্রোটিন প্যাকেজিং D. কোষ বিভাজন

সঠিক উত্তর:- B) রাইবোজোম সংশ্লেষ

তথ্য:- নিউক্লিওলাস রাইবোজোম, RNA, প্রোটিন সংশ্লেষ করে।

4) ব্যাকমেনের বান্ডিল হৃদস্পন্দন প্রবাহ যে দিকে সঞ্চালিত করে-

A. হিজের বান্ডিল থেকে পারকিনজি তন্তু B. AV নোড থেকে হিজের বান্ডিল C. পারকিনজি তন্তু থেকে প্যাপিলারি পেশী D. SA নোড থেকে AV নোড

সঠিক উত্তর:- D. SA নোড থেকে AV নোড

তথ্য:- ব্যাকমেনের বান্ডিল হল একটি তন্তু গুচ্ছ যা SA নোড থেকে উৎপন্ন হয়ে বাম অলিন্দে প্রবেশ করে।

5) ‘পর্তুগিজ ম্যান অফ ওয়ার’ হল-

A. Hydra sp. B. Physalia sp. C. Obelia sp. D. Paramoecium sp.

সঠিক উত্তর:- B. Physalia sp.

তথ্য:- ফাইসেলিয়াকে পর্তুগিজ ম্যান অফ ওয়ার’ বলা হয়। এটি দেখতে জেলিফিস এর মত সামুদ্রিক প্রাণী হলেও আসলে এটি একটি ঐপনিবেশিক প্রাণী। এই প্রাণীটি হলো চারটে জীবের সমষ্টি যা একক প্রাণী হিসেবে কাজ করে। এর ভাসমান বায়ুপূর্ন অংশটি সাথে পর্তুগিজ যুদ্ধ জাহাজের মিল থাকায় এই প্রাণীটির এমন নাম হয়েছে।

6) বর্ণান্ধতার সংক্রমণ হয়,-

A. এক্স লিংকড জিন দ্বারা B. এক্স-ওয়াই লিংকড জিন দ্বারা C. ওয়াই লিংকড জিন দ্বারা D. অটোজোমাল জিন দ্বারা

সঠিক উত্তর:- A. এক্স লিংকড জিন দ্বারা

তথ্য:- মানুষের চোখের রেটিনার বর্ণ সংবেদন অংশে লাল ও সবুজ বর্ণ পৃথক করে দেখবার কোশ থাকে। এই কোশ গুলির পরিস্ফুটন X-ক্রোমোজোমে অবস্থিত কিছু জিনের প্রভাবে নিয়ন্ত্রিত হয়।

7) Y-ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলা হয়-

A. মিউটেন্ট জিন B. সেক্সলিঙ্কড জিন C. অটোজোমাল জিন D. হোলান্ড্রিক জিন

সঠিক উত্তর:- D. হোলান্ড্রিক জিন

তথ্য:- Y-ক্রোমোজোমে অবস্থিত জিন শুধু পুরুষানুক্রমে সঞ্চরণ দেখায় তাই এদের হোলান্ড্রিক জিন বলে। যেমন পুরুষদের কানের লোম।

8) হিউমোরাল অনাক্রম্যতা সম্পূর্ণ হয়-

A. T কোশ B. B কোশ C. NK কোশ D. প্লাজমা কোশ

সঠিক উত্তর:- B. B কোশ

তথ্য:- হিউমোরাল অনাক্রম্যতা বা রস নির্ভর অনাক্রম্যতা হল দেহ সংবাহিত এন্টিবডির উৎপাদন। এই প্রকার অ্যান্টিবডি দেহে প্রবেশকারী বস্তুকে আক্রমণ করে তাদের বিনষ্ট করে। এই প্রকার অনাক্রম্যতা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে বিশেষভাবে সক্রিয়।

9) জীব বৈচিত্র্য হ্রাসের কারণ হলো-

A. বাসস্থানের বিলুপ্তি এবং খণ্ডীকরণ B. অতিরিক্ত ব্যবহার C. সমবিলুপ্তি D. বহিরাগত প্রজাতির আগমন

সঠিক উত্তর:- A. বাসস্থানের বিলুপ্তি এবং খণ্ডীকরণ

তথ্য:- মানুষ অনেক সময় নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রাকৃতিক পরিবেশে প্রজাতির বাসস্থলের ক্ষতি সাধন করে। এর ফলে কোন বিশেষ প্রজাতির ওই বাসস্থলে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়ায়।

10) মেন্ডেল এর দ্বিসংকর জনন পরীক্ষা এবং স্বাধীন বিন্যাসের সূত্র অনুসারে F2 জনুর ফেনোটাইপিক অনুপাত হবে-

A.9:5:1:1 B. 9:3:3:1 C. 9:5:5:2 D. 9:3:5:2

সঠিক উত্তর:- B. 9:3:3:1

তথ্য:- যখন দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয় তখন তাকে দ্বি সংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস বলে। মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রটি হল, দুই বা ততোধিক জোড়া বিপরীত ধর্মী উপাদান বা জিন গ্যামেট তৈরি সময় শুধু যে পৃথক হয় তা নয়, তারা সম্ভাব্য সব সমন্বয়ে গ্যামেটে একত্রিত হয়।

Read more:-

  1. How To Download WBSSC SLST Syllabus For Class 9-10 & 11- 12

Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation updates:

  1. Facebook
  2. Telegram
  3. WhatsApp

Hope you liked today’s article about WBSSC SLST Life Science Question Paper 2025 With Answer Key. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.

1 thought on “WBSSC SLST Life Science Question Paper 2025 With Answers For 9-10 (Part-1)”

Leave a Comment