আজকের এই আর্টিকেলটিতে আমরা December 2025 Monthly Current Affairs In Bengali সম্পর্কে আলোচনা করব। এটি WBCS, RRB Group-D, WBSSC Group C And D ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
এটি ডিসেম্বর, ২০২৫ সালের কারেন্ট অ্যাফেয়ার্স টিউটোরিয়ালের প্রথম পর্ব (Part-1), আপনি আজকের আর্টিকেল থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF টিও সংগ্রহ করতে পারবেন।

December 2025 Monthly Current Affairs In Bengali:-
1) ভারতের ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রফিজিক্স ও টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ অলকানন্দা নামক ছায়াপথ আবিষ্কার করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- রাশি জৈন এবং যোগেশ ওয়াদাদেকর নামের দুই ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী এই ছায়াপথটি আবিষ্কার করেন।
- এই ছায়াপথটি প্রায় ১২ বিলিয়ন বছর আগের একটি পরিপূর্ণ ছায়াপথ, যার সাথে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মিল রয়েছে।
2) বনতারা সংরক্ষণ কেন্দ্রর প্রতিষ্ঠাতা অনন্ত আম্বানি গ্লোবাল হিউম্যানিটেরিয়ান পুরস্কার পেলেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- প্রথম এশীয় তথা সর্বকনিষ্ঠ হিসাবে গ্লোবাল হিউম্যান সোসাইটির তরফ থেকে তিনি এই পুরস্কার পেলেন।
- বন্যপ্রাণী সুরক্ষা ও বিজ্ঞান ভিত্তিক সংরক্ষণ প্রচেষ্টায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পেলেন।
3) ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ৬% পর্যন্ত মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এর ফলে কেন্দ্রীয় সরকার ২৬০০ কোটি টাকা বাড়তি আয় করবে।
- এর লক্ষ্য হলো ন্যূনতম পাবলিক শেয়ার হোল্ডিং নিয়ম (২৫%) মেনে চলার জন্য সরকারি অংশীদারিত্ব হ্রাস করা।
4) দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলালেবু জি-আই ট্যাগ পেল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই ম্যান্ডারিন কমলালেবু পাহাড়ে সুনতালে নামে পরিচিত।
- এটি হলো রাজ্যের ১১ তম কৃষি জাতীয় দ্রব্য যা জি-আই ট্যাগ পেল।
5) ভারতের প্রথম জল পজিটিভ (water positive) বিমানবন্দরের তকমা পেল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ওয়াটার পজিটিভ হওয়ার অর্থ হলো বিমানবন্দরটি ব্যবহারের থেকে বেশি জল সংরক্ষণ ও পুনর্ব্যবহারযোগ্য করতে সক্ষম হয়েছে।
- বৃষ্টির জল সংগ্রহ, জল সংরক্ষণ ব্যবস্থায় বিনিয়োগ ও উন্নত পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতি গ্রহণের মাধ্যমে এই লক্ষমাত্রা অর্জিত হয়েছে।
6) অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এর বিচারে বর্ষসেরা শব্দ হিসেবে মনোনীত হলো রেজ বেইট।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- রেজ বেইট হল এমন একটি অনলাইন কন্টেন্ট যা এই চাকরিতে ভাবে মানুষকে হতাশ, উত্তেজিত বা ক্ষুব্ধ করার জন্য তৈরি করা হয়।
- রেজ কথার অর্থ হল প্রচন্ড রাগ ও বেইট কথার অর্থ হল ফাঁদ বা টোপ।
7) গ্রেট নিকোবর দ্বীপে লাইকোডন আরউইনি নামক এক নতুন প্রজাতির নেকড়ে সাপের খোঁজ পাওয়া গেল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- অস্ট্রেলিয়ান প্রাণী বিশেষজ্ঞ স্টিম আরউইন এর সম্মানে এই সাপটির নাম রাখা হয়েছে।
- লাইকোডন সাবসিনক্টাস গ্রুপের অন্তর্গত এই প্রজাতির গায়ের রং চকচকে কালো সরু ও লম্বা লেজ ওয়ালা।
8) পেটা ইন্ডিয়া বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন কে এ বছরের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে মনোনীত করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- তিনি মাংসবিহীন জীবনযাপন, বন্যপ্রাণী সুরক্ষা ও পশু কল্যাণের পক্ষে সোচ্চার ভূমিকার জন্য এই পুরস্কার পাচ্ছেন।
- পেটা ইন্ডিয়া হল একটি পশু অধিকার সংস্থা। যা প্রাণীদের উপর পরীক্ষা, খাদ্য, পোশাক ও বিনোদন ও শোষণের বিরুদ্ধে কাজ করে এবং ভারতে প্রাণী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলে।
9) ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার অর্জুন এরিগাইসি দ্বিতীয় জেরুজালেম মাস্টার্স এর খেতাব অর্জন করলেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ কে হারিয়ে তিনি এই খেতাব জয় করলেন।
- রেপিড রাউন্ডে ড্র হবার পর, ব্লিৎজ টাইব্রেকার এ অর্জুন এরিগাইসি জয়লাভ করেন।
10) সম্প্রতি মিজোরামের প্রাক্তন রাজ্যপাল স্বরাজ কৌশল মারা গেলেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ৪ ডিসেম্বর, ৭৩ বছর তিনি বয়সে মারা গেলেন।
- স্বরাজ কৌশল একজন প্রবীণ আইনজীবীও ছিলেন। তিনি ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের স্বামী।
December 2025 Monthly Current Affairs In Bengali (Part-1): Download PDF
আরও পড়ুন:-
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির খবর, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরীক্ষার প্রস্তুতির আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হন:
আশা করি, December 2025 Monthly Current Affairs In Bengali (Part-1) সম্পর্কে আজকের এই আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি আপনি এই আর্টিকেলটি উপযোগী বলে মনে করেন, তাহলে দয়া করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। KOLOM 247 ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
1 thought on “December 2025 Monthly Current Affairs In Bengali (Part-1)”