November 2025 Monthly Current Affairs In Bengali (Part-2)

আজকের এই আর্টিকেলটিতে আমরা November 2025 Monthly Current Affairs In Bengali সম্পর্কে আলোচনা করব। এটি WBCS, RRB Group-D, CHSL, WBP, KP ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

এটি নভেম্বর, ২০২৫ সালের কারেন্ট অ্যাফেয়ার্স টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব (Part-2), আপনি আজকের আর্টিকেল থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF টিও সংগ্রহ করতে পারবেন।

November 2025 Monthly Current Affairs In Bengali:

1) ভারতীয় আর্ট ডিরেক্টর থোটা থারানি ফ্রান্স সরকার কর্তৃক Chevalier de L’Ordre Arts et des Lettres দ্বারা ভূষিত হল।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • থোটা থারানি মূলত মালায়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় কাজ করেছেন। যেমন- নায়ক, শিবাজি, পান্নিইন সেলভন ইত্যাদি।
  • ইনি ২০০১ সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

2) ১৭ নভেম্বর সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড সার্ভিকাল ক্যানসার এলিমিনেশন ডে পালন করা হলো।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • বিশ্বজুড়ে প্রথমবারের জন্য এই দিনটি পালন করা হলো।
  • ওয়ার্ল্ড সার্ভিকাল ক্যানসার এলিমিনেশন ডে ২০২৫ এর থিম হল- ‘Act Now: Eliminate Cervical Cancer’

3) এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ ভারত ৬টি স্বর্ণপদক জিতেছে।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • ৮-১৪ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল।
  • ভারত এই প্রতিযোগিতায় মোট ১০টি পদকসহ প্রথম স্থান অর্জন করেছে।

4) SBI Research Ecowrap এর রিপোর্ট অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক এ ভারতের জিডিপি বৃদ্ধি হবে ৭.৫%

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এর রিপোর্ট অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক এ ভারতের জিডিপি বৃদ্ধি ৭% অনুমান করা হয়েছে।
  • SBI Research Ecowrap হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থনৈতিক গবেষণা বিভাগ, যা ভারতের অর্থনৈতিক অবস্থা যেমন মুদ্রাস্ফীতি, কৃষি, শিল্প ইত্যাদি অর্থনৈতিক বিষয় সম্পর্কে গভীর বিশ্লেষণ করে ও ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আভাস দেয়।

5) গোয়া ভারতের প্রথম রাজ্য পুলিশ বাহিনী হিসেবে সাইবার সম্পর্কিত অভিযোগে ১০০% রেসপন্স রেট অর্জন করলো।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • গোয়া রাজ্যের সাইবার সম্পর্কিত কল সেন্টার টি পাঁচ হাজারেরও বেশি ফোন কল গ্রহণ করেছে ও ৫৮১ টি অভিযোগ নথিভুক্ত করেছে।
  • অক্টোবর, ২০২৫ এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়াতে সাইবার ক্রাইম সংক্রান্ত কল সেন্টারটি উদ্বোধন করেছিলেন।

6) সম্প্রতি সিকিম রাজ্যের তুংবুক ও পুমটং পুলিত জিআই ট্যাগ লাভ করল।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • তুংবুক ও পুমটং পুলিত বাদ্যযন্ত্র বিভাগে ভারত সরকার কর্তৃক এই জিআই ট্যাগ লাভ করল।
  • তুংবুক একটি তিন তার যুক্ত বাদ্যযন্ত্র ও পুমটং পুলিত হল এক ধরনের বাঁশের বাঁশি।

7) অভিনেতা কীর্তি সুরেশ ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রেটি এডভোকেট হিসেবে নিযুক্ত হলেন।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • এর মাধ্যমে তিনি মূলত শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য, শিক্ষা, লিঙ্গ সমতা এবং শিশুদের অধিকারের পক্ষে সচেতনতা বৃদ্ধি করবেন।
  • ২০১৯ সালে তিনি মহানতি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।

8) প্রফেসর জয়ন্ত বিষ্ণু নারলিকরকে মরণোত্তর রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার ২০২৫ প্রদান করা হলো।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • প্রফেসর জয়ন্ত বিষ্ণু নারলিকরকে জ্যোতির্পদার্থবিদ্যা ও মহাজাগতিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই বিজ্ঞানরত্ন সম্মান প্রদান করা হয়েছে।
  • ভারত সরকার কর্তৃক বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনে অসামান্য ও অনুপ্রেরণামূলক অবদান রাখা বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের স্বীকৃতি দিতে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার প্রদান করা হয়।

9) মনসুক মান্ডাভিয়া দ্বিতীয় ওয়ার্ল্ড সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (WSSD-2) এর ভারতীয় প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করলেন।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • ৪-৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনটি দোহাতে সম্পন্ন হল।
  • মনসুক মান্ডাভিয়া হলেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী।

10) প্রথম সাউথ এশিয়ান দেশ হিসেবে বাংলাদেশ UN Water Convention এ যোগদান করলো।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • UN Water Convention হল জাতিসংঘের আন্তঃসীমান্ত জলাধার ও আন্তর্জাতিক হ্রদ সংরক্ষণ ও ব্যবহার বিষয়ক কনভেনশন।
  • এটি বাংলাদেশ এর জলবায়ু পরিবর্তন ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপন সংক্রান্ত সমস্যার সমাধান করবে।

November 2025 Monthly Current Affairs In Bengali (Part-2):- Download PDF

আরও পড়ুন:-

  1. November 2025 Monthly Current Affairs In Bengali (Part-1)
  2. November 2025 Monthly Current Affairs In Bengali (Part-3)

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির খবর, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরীক্ষার প্রস্তুতির আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হন:

  1. ফেসবুক
  2. টেলিগ্রাম
  3. হোয়াটসঅ্যাপ

আশা করি, November 2025 Monthly Current Affairs In Bengali (Part-2) সম্পর্কে আজকের এই আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি আপনি এই আর্টিকেলটি উপযোগী বলে মনে করেন, তাহলে দয়া করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। KOLOM 247 ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।

2 thoughts on “November 2025 Monthly Current Affairs In Bengali (Part-2)”

Leave a Comment