Today in this article we will discuss 8th june 2025 current affairs in bengali. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.

Daily Current Affairs In Bengali: 8th June, 2025
- সম্প্রতি আচার্য প্রশান্ত কে সবচেয়ে প্রভাবশালী পরিবেশবিদ (Most Impactful Environmentalist 2025) পুরস্কার দেওয়া হল। ইনি অদৈত্ব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ৫ই জুন গ্রিন সোসাইটি অফ ইন্ডিয়া তরফ থেকে তাকে এই পুরস্কার দেওয়া হলো, অপারেশন ২০৩০ (জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা করে তোলা) উদ্যোগ শুরু করার জন্য।
- সম্প্রতি জুন ২০২৫ এ শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড টেস্ট ক্রিকেট সিরিজের নতুন নামকরণ হলো টেন্ডুলকার-আন্ডারসন ট্রফি। আগে এই সিরিজ টিকে পাতৌদি ট্রফি বলা হতো।
- ৬ই জুন ভারতের নতুন দিল্লিতে শুরু হল ৪ তম India-Central Asia dialogue 2025, ভারতীয় বিদেশমন্ত্রী ডক্টর এস.জয়শঙ্কর এর নেতৃত্বে পাঁচটি মধ্য এশিয়ার দেশ যথা তাজাকিস্তান, উজবেকিস্তান, কাজাকাস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান
- মহারাষ্ট্র সরকার class 1 থেকে ছাত্রদের জন্য Basic Military Training এর ঘোষণা করল। এর উদ্দেশ্য হলো ছাত্রদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেমের গুণাবলির বিকাশ ঘটানো।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সরকারি বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গ এ একটি সিঁদুর চারা রোপণ করে ৫ই জুন পরিবেশ দিবস পালন করলেন। সিঁদুর উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হল রিক্সা ওরেলানা, ইংরেজিতে এই উদ্ভিদকে আনাত্ত বলা হয়।
- ২০২৫ সালের Deutsche Bank’s India Based গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের নতুন CEO নিযুক্ত করা হলো Stefan Schaffer কে। এটি একটি জার্মান মাল্টিন্যাশনাল ইনভেসমেন্ট ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এর সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্ট এ অবস্থিত।
- সম্প্রতি ইজরায়েল আইস ব্রেকার নামক একটি মিসাইল প্রস্তুত করলো। এই উচ্চ সাবসনিক ক্ষেপণাস্ত্র টি ইজরায়েলের কোম্পানি রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম তৈরি করেছে।
- IPL 2025 এ Emerging Player Of The Tournament হলেন সাই সুদর্শন। ইনি গুজরাট টাইটান্সের খেলোয়াড় ও ২০২৫ IPL এ অরেঞ্জ ক্যাপ লাভ করেছেন।
- ৬ ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের চেনাব নদীর উপর বিশ্বের সবথেকে উঁচু রেলওয়ে ব্রিজ এর উদঘাটন করলেন। এই ব্রিজটি ৩৫৯ মিটার উঁচু।
- সম্প্রতি সাউথ কোরিয়া এর রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন Lee Jae Myung, সাউথ কোরিয়া পূর্ব এশিয়ার একটি দেশ, এর রাজধানী হল সিওল, এখানকার মুদ্রার নাম হলো South Korean won
Read More:-
- 7th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP
- 9th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP
- Latest WB Govt JOB Vacancies 2025
Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation updates:
Hope you liked today’s article about 8th June 2025 Current Affairs In Bengali. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.
2 thoughts on “8th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP”