Today in this article we will discuss monthly current affairs in bengali of May, 2025. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.

Monthly Current Affairs In Bengali: May, 2025
- বিহার সরকার গয়া শহরের নতুন নামকরণ করল Gaya Jee, এই নামকরণের উদ্দেশ্য হল গয়ায় পর্যটন বৃদ্ধি ও তীর্থযাত্রীদের আকর্ষিত করা।
- ১৮ই মে সংসদ রত্ন অ্যাওয়ার্ড ২০২৫ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। সর্বমোট ১৭ জন সাংসদ ও ২ জন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্যকে এই পুরস্কার দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের সর্বাধিক ৭ জন সাংসদ এই পদক লাভ করেছে।
- সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার Rah-veer নামক স্কিমের প্রস্তাব অনুমোদন করল। এই স্কিমের মাধ্যমে যে সমস্ত ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতাল নিয়ে যাবেন তাদের ২৫০০০ টাকা পুরস্কার দেওয়া হবে।
- সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী Ankita নামের AI ক্ষমতা সম্পন্ন খবর সঞ্চালকের উদঘাটন করল। এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার বৈঠকের আপডেট প্রদান করা হবে। Ankita এর পুরো নাম হলো Assam’s New Age Knowledge Based Information Technology Anchor
- সম্প্রতি জ্যোতিপদার্থবিদ ড. জয়ন্ত বিষ্ণু নারলিকর প্রয়াত হলেন। ২০১৪ সালে প্রকাশিত তার আত্মজীবনী ‘Chaar Nagarantale Maze Bishwa’ সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে।
- ULLAS স্কিমের অধীনে মিজোরাম রাজ্যকে ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হলো। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে ২০২৩-২৪ এর রিপোর্ট অনুসারে মিজোরাম রাজ্যের সাক্ষরতার হার হল ৯৮.২%
- Indian Post Department তামিলনাড়ুর কোডাইকানাল সোলার অবজারভেটরি এর ১২৫ তম বার্ষিকী উপলক্ষে ৫ টাকার স্মারক ডাকটিকিট চালু করল। এই ডাকটিকিটে সূর্যের H-Alpha ছবি অঙ্কিত রয়েছে।
- ২০২৫ সালের ২০ মে প্রথম কন্নড় ভাষার এবং মুসলিম লেখিকা হিসেবে বানু মোস্তাক International Booker Prize 2025 পেল। তিনি তার ছোটগল্প Heart Lamp: Selected Stories এর জন্য পুরস্কার পেলেন।
- ১৯শে মে ব্রাজিলে Brics Energy Ministers Meeting 2025 অনুষ্ঠিত হলো। এই সম্মেলনের থিম হল “Strengthening Global South Corporation For More Inclusive And Sustainable Governance”
- সম্প্রতি HDFC ব্যাংক Biz+ Current Accounts নামক স্কিম চালু করল। এর উদ্দেশ্য হলো অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি উদ্যোগকে সহায়তা করা। এই অ্যাকাউন্ট এর মাধ্যমে গ্রাহকদের ব্যবসায়িক ক্ষেত্রে অসংখ্য বার লেনদেন করতে সুবিধা হবে।
Read more:
- WBSSC SLST Syllabus For Class 9-10 & 11- 12
- 27th June 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP
Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation updates:
Hope you liked today’s article about Monthly Current Affairs In Bengali Of May, 2025 (Part-1). If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247.
2 thoughts on “Monthly Current Affairs In Bengali May, 2025 (Part-1)”